আসসালাতু খাইরুম মিনান নাউম এর জবাব

আসসালাতু খাইরুম মিনান নাউম এর জবাব

ফজরের আজানে "الصَّلَوةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ - আসসালাতু খাইরুম মিনান নাউম" বাক্যটি থাকে। এই সময় ফজর আজানের জবাব দেন "সাদাকতা ওয়া বারাকতা" বলে। অনেক মুফাসসিরগণ এটিকে বানোয়াট বলে থাকেন।

নিচে রেফারেন্সসহ দুটি হাদিস দেওয়া হলো। হাদীস গুলো ভালভাবে পড়ে নিন।

আযানের জবাব আজানের জবাব সম্পর্কে হাদিস

উপরোল্লেখিত হাদিস দুটি থেকে প্রমাণিত হয় যে, আযানের জবাব দেওয়ার সময় মোয়াজ্জেন যা বলবে শ্রবণকারীও তা বলে আযানের জবাব দিবে। 


তবে সহিহ মুসলিম শরীফের অন্য একটি হাদীসে বর্ণিত হয়েছে, ব্যতিক্রমধর্মী একটি হাদিস। নিচে হাদীসটি দেওয়া হলো,

যেভাবে আযানের জবাব দিতে হবে

তাহলে এই হাদীস থেকে বোঝা যায় যে, ‘হাইয়া আলাস সালাহ’ এবং ‘হাইয়া আলাল ফালাহ’ বাক্যগুলোতে ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলতে হবে। এছাড়া অন্যান্য বাক্যগুলোতে মুয়াজ্জিন যা বলবে আজান শ্রবণকারী তা-ই বলতে হবে। এমনকি, ফজরের আজানের জবাব 'আসসালাতু খাইরুম মিনান নাউম' বাক্যটিতে কোন ব্যতিক্রম নয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url